কারো মেহমানদারী গ্রহণ করলে মেজবানকে শুনিয়ে এই দু‘আ পড়বে-৩
۞ أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ، وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ
উচ্চারণঃআকালা ত্বয়ামাকুমুল আবরর, ওয়াছল্লাত আলাইকুমুল মালায়িকাহ্, ওয়া আফ্ত্বরা ইন্দাকুমুছ ছ’য়িমুন।
যেন নেককার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরেশ্তাগণ যেন তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনার দু‘আ করে এবং রোযাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে।
হযরত আনাস ইবনে মালিক (রাযি) সূত্রে বর্ণিত। একদা নবী (ﷺ) সা‘দ ইবনে উবাদাহ (রাযি)-এর বাড়িতে গেলেন। সা‘দ (রাযি) রুটি ও যাইতুন তৈল আনলেন। তা খাওয়ার পর নবী (ﷺ) এই দু‘আটি পড়লেন।
মুসনাদে আহমাদ, হাদীস নং: ১১৯৫৭; মিশকাতুল মাসাবীহ, হাদীস নং: ৪২৪৯
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে