দু'আ

কারো মেহমানদারী গ্রহণ করলে মেজবানকে শুনিয়ে এই দু‘আ পড়বে-৩

সকল দু'আ একত্রে দেখুন

কারো মেহমানদারী গ্রহণ করলে মেজবানকে শুনিয়ে এই দু‘আ পড়বে-৩

share dua

۞ أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ، وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ

উচ্চারণঃ আকালা ত্বয়ামাকুমুল আবরর, ওয়াছল্লাত আলাইকুমুল মালায়িকাহ্, ওয়া আফ্ত্বরা ইন্দাকুমুছ ছ’য়িমুন।

অর্থঃ যেন নেককার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরেশ্তাগণ যেন তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনার দু‘আ করে এবং রোযাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে।

উপকারিতাঃ

হযরত আনাস ইবনে মালিক (রাযি) সূত্রে বর্ণিত। একদা নবী সা‘দ ইবনে উবাদাহ (রাযি)-এর বাড়িতে গেলেন। সা‘দ (রাযি) রুটি যাইতুন তৈল আনলেন। তা খাওয়ার পর নবী এই দু‘আটি পড়লেন।

উৎসঃ মুসনাদে আহমাদ, হাদীস নং: ১১৯৫৭; মিশকাতুল মাসাবীহ, হাদীস নং: ৪২৪৯


এ সম্পর্কিত আরও দু’আ...