শর্তাবলি

السَّلَامُ عَلَيكُمْ وَرَحمَةُ اللّٰهِ وَبَرَكَاتُه

মুহতারাম,

মুসলিম বাংলা প্লাটফর্মের প্রতিটি খিদমাত উম্মাহর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যাতে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই মানুষ দ্বীনি ইলম সহজে আহরণ করতে পারে। উম্মুক্ত রাখার উদ্দেশ্য হলো, নবী করীম ﷺ বর্ণিত ইলম গোপন করার ভয়াবহতা থেকে বাঁচা—যেখানে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে কিয়ামতের দিনে ইলম গোপনকারীর মুখে আগুনের লাগাম পরানো হবে।

তবে এতদসত্ত্বেও, যদি কেউ মুসলিম বাংলার প্লাটফর্মের নিকট থেকে কোনো ধরণের ডাটা চেয়ে আবেদন করেন—তা ব্যক্তিগত বা সার্বজনীন প্রয়োজনে হোক—তাহলে মুসলিম বাংলা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাইবে, এসব ডাটা মুসলিম বাংলা প্লাটফর্মে উম্মুক্ত আছে। মুসলিম বাংলা এটাকেই যথেষ্ট মনে করে।

সুতরাং, কোনো ডাটা আলাদা করে না পাওয়ার কারণে মনক্ষুণ্ণ না হয়ে, অনুগ্রহ করে মুসলিম বাংলার উন্মুক্ত প্রতিটি সেকশন থেকে যথাসম্ভব উপকার ও ফায়দা অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া কাম্য।

আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস নিয়তে দ্বীনের খিদমাত আঞ্জাম দেয়ার তাওফিক দান করুন। আমীন।