দু'আ

দাওয়াত খেলে এই দু‘আ পড়বে-১

সকল দু'আ একত্রে দেখুন

দাওয়াত খেলে এই দু‘আ পড়বে-১

share dua

۞ اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

উচ্চারণঃ আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফীমা রাযাক্তাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম

অর্থঃ হে আল্লাহ! আপনি তাদেরকে যে রিযিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন এবং তাদের গুনাহ মাফ করুন, আর তাদের প্রতি দয়া করুন।

উপকারিতাঃ

হযরত আবদুল্লাহ ইবনে বুসর (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ আমার পিতার নিকট আগমণ করলেন। আমরা তাঁর সামনে কিছু খাবার ওতবা (খেজুর চুর্ণ, পনির ঘি মিশিয়ে তৈরি এক প্রকার হালুয়া) উপস্থিত করলাম। তিনি কিছু খেলেন। .......আবদুল্লাহ ইবনে বুসর (রাযি) বলেন, এরপর আমার পিতা তাঁর সাওয়ারীর লাগাম ধরে বললেন, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দু‘আ করুন। তখন তিনি এই দু‘আ করলেন।

উৎসঃ সহীহ মুসলিম, হাদীস নং: ২০৪২


এ সম্পর্কিত আরও দু’আ...