দু'আ

মৌসুমের নতুন ফল খাওয়ার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

মৌসুমের নতুন ফল খাওয়ার দু‘আ

share dua

۞ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فيْ ثَمَرِنَا. وَبَارِكْ لَنَا فِيْ مَدِيْنَتِنَا. وَبَارِكْ لَنَا فِيْ صَاعِنَا. وَبَارِكْ لَنَا فِيْ مُدِّنَا

উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফী সামারিনা ওয়া বারিক লানা ফী মাদীনাতিনা ওয়া বারিক লানা ফী সা ‘ইনা ওয়া বারিক লানা ফী মুদ্দি না।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদের ফল-ফলাদিতে বরকত দিন, আমাদের শহরে বরকত দিন, আমাদের সা’ তথা বড় পরিমাপক যন্ত্রে বরকত দিন, আমাদের মুদ্দ তথা ছোট পরিমাপক যন্ত্রে বরকত দিন।

উপকারিতাঃ

হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা যখন প্রথম (পাকা) ফল দেখতে পেত, তা নিয়ে নবী এর নিকট আসত এবং রাসূলুল্লাহ যখন তা গ্রহণ করতেন তখন উপরোক্ত দু‘আ পড়তেন।

উৎসঃ সহীহ মুসলিম, হাদীস নং: ১৩৭৩; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫৪; মুয়াত্তা মালিক, হাদীস নং: ১৬৩৪


এ সম্পর্কিত আরও দু’আ...