দু'আ

খাওয়ার শেষে পড়ার দু‘আ-২

সকল দু'আ একত্রে দেখুন

খাওয়ার শেষে পড়ার দু‘আ-২

share dua

۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنِيْ هٰذَا الطَّعَامَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ

উচ্চারণঃ আলহামদু লিল্লা হিল্লাযী আত্ব ‘আমানী হাযাত ত্ব‘আামা ওয়া রযাক্বনীহি মিন গইরি হাওলিম মিন্নী ওয়ালা কুউওয়াহ।

অর্থঃ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে এই খানা খাওয়ালেন এবং আমার শক্তি ও সামর্থ ব্যতীতই এটা আমাকে দান করলেন।

উপকারিতাঃ

সাহল ইবনে মু‘আয ইবনে আনাস (রহ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি খাওয়ার পরে উক্ত দু‘আ পাঠ করবে তার আগের-পরের সকল গুনাহ ক্ষমা করা হবে।

উৎসঃ সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৪০২৩


এ সম্পর্কিত আরও দু’আ...