খাওয়ার শেষে পড়ার দু‘আ-১
۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِيْنَ
উচ্চারণঃআলহামদু লিল্লা হিল্লাযী আত্ব ‘আমানা ওয়াসাক্বানা ওয়াজা ‘আলানা মুসলিমীন।
সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন।
হযরত আবু সাঈদ (রাযি) থেকে বর্ণিত যে নবী (ﷺ) যখন কিছু আহার করতেন বা পান করতেন তখন এই দু‘আ বলতেন।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫৭
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে