পানি পান করার পর পড়বে

۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ سَقَانَا مَاءً عَذْبًا فُرَاتًا بِرَحْمَتِه، وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَاجًا بِذُنُوْبِنَا
উচ্চারণঃ আলহাম্দু লিল্লাহিল্লাজি ছাকানা আজবান ফুরতান বিরহমাতিহ্ ওয়ালাম ইয়াজ্ আ’লহু মিলহান উজাজান বিযুনুবিনা।
অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে, যিনি আমাদেরকে স্বীয় রহমতে সুস্বাদু, সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা তিক্ত ও লবণাক্ত করেননি।
উৎসঃ সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৪৫৫; তাবারানী, হাদীস নং: ৮৯৯, হিল্য়াতুল আউলিয়া: ৮/১৩৭