খানা খাওয়ার সময় পড়বে

۞ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ
উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত‘ইমনা খাইরাম-মিনহু।
অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান।
উপকারিতাঃ
হযরত ইবনে আব্বাস (রাযি) থেকে বর্ণিত, নবী বললেন, কাউকে আল্লাহ তা‘আলা কোন খাদ্য আহার করালে সে যেন দু‘আটি বলে।
উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫৫