খানা খাওয়ার সময় পড়বে
۞ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ
উচ্চারণঃআল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত‘ইমনা খাইরাম-মিনহু।
হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান।
হযরত ইবনে আব্বাস (রাযি) থেকে বর্ণিত, নবী (ﷺ) বললেন, কাউকে আল্লাহ তা‘আলা কোন খাদ্য আহার করালে সে যেন দু‘আটি বলে।
সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৫৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে