দু'আ

খাবার সামনে এলে পড়বে

সকল দু'আ একত্রে দেখুন

খাবার সামনে এলে পড়বে

share dua

۞  اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফী মা রযাক্বতানা ওয়াক্বিনা আযাবান্নার।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে যে রিয্‌ক দান করেছেন তাতে বরকত দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

উপকারিতাঃ

হযরত আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত। নবীজী খাবারের সম্মুখিন হলে উক্ত দু‘আ পড়তেন।

উৎসঃ মুওয়াত্তা মালিক, হাদীস নং: ১৩৩৯; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ; ইবনুস্‌ সুন্নী, হাদীস নং: ৪৫৭


এ সম্পর্কিত আরও দু’আ...