দু'আ

জান্নাতের ধনভান্ডার

সকল দু'আ একত্রে দেখুন

জান্নাতের ধনভান্ডার


۞  لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

উচ্চারণঃ

লা-হাওলা ওলা- ক্বুওয়াতা ইল্লা- বিল্লা-হ্‌

অর্থঃ

আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই।

উপকারিতাঃ

হযরত আবূ মূসা আল আশ’আরী (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী (ﷺ) বললেন, হে আবূ মুসা অথবা বললেন, হে আব্দুল্লাহ! আমি কি তোমাকে জান্নাতের ধনভান্ডারের একটি বাক্য বাতলে দেব না? আমি বললাম, হ্যা, বলে দিন। তখন তিনি উক্ত দু‘আটি বলেছেন।

উচ্চারণঃ

সহীহ বুখারী, হাদীস নং: ৬৪০৯


এ সম্পর্কিত আরও দু’আ...