দু'আ

ইস্তিগফার

সকল দু'আ একত্রে দেখুন

ইস্তিগফার


۞  أَسْتَغْفِرُ اللهَ

উচ্চারণঃ

আস্তাগ্‌ফিরুল্লাহ

অর্থঃ

আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।

উপকারিতাঃ

হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বললেন, “আল্লাহর শপথ! আমি দৈনিক সত্তর বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাওবা করি।

উচ্চারণঃ

সহীহ বুখারী, হাদীস নং: ৬৩০৭


এ সম্পর্কিত আরও দু’আ...