ইস্তিগফার
۞ أَسْتَغْفِرُ اللهَ
আস্তাগ্ফিরুল্লাহ
আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।
হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বললেন, “আল্লাহর শপথ! আমি দৈনিক সত্তর বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাওবা করি।
সহীহ বুখারী, হাদীস নং: ৬৩০৭
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে