দু'আ

অতীব গুরুত্বপূর্ন একটি দরূদ

সকল দু'আ একত্রে দেখুন

অতীব গুরুত্বপূর্ন একটি দরূদ

share dua

۞ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

উচ্চারণঃ আল্লাহুম্মা সল্লিআ’লা- মুহাম্মাদিও ওয়া আনযিলহুল মাক্ব’আদাল মুক্বার্‌রবা ই’নদাকা ইয়াওমাল ক্বিয়ামাহ্‌।

অর্থঃ হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ)-এর উপর রহমত বর্ষিত কর, এবং কিয়ামতের দিন তুমি তাঁকে তোমার নিকটতম স্থানে অধিষ্ঠিত কর।

উপকারিতাঃ

নবীজী ইরশাদ করেন, যে ব্যক্তি উক্ত দরূদ পড়ার অভ্যাস করবে তার জন্য কিয়ামতের দিন আমার শাফা‘আত ওয়াজিব হবে।

উৎসঃ মুসনাদে আহমাদ, হাদীস নং: ১৬৩৭৯


এ সম্পর্কিত আরও দু’আ...