অতীব গুরুত্বপূর্ন একটি দরূদ
۞  اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
উচ্চারণঃআল্লাহুম্মা সল্লিআ’লা- মুহাম্মাদিও ওয়া আনযিলহুল মাক্ব’আদাল মুক্বার্রবা ই’নদাকা ইয়াওমাল ক্বিয়ামাহ্।
হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ)-এর উপর রহমত বর্ষিত কর, এবং কিয়ামতের দিন তুমি তাঁকে তোমার নিকটতম স্থানে অধিষ্ঠিত কর।
নবীজী (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি উক্ত দরূদ পড়ার অভ্যাস করবে তার জন্য কিয়ামতের দিন আমার শাফা‘আত ওয়াজিব হবে।
মুসনাদে আহমাদ, হাদীস নং: ১৬৩৭৯
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে