দু'আ

জুমার দিন আসরের পরের দরূদ

সকল দু'আ একত্রে দেখুন

জুমার দিন আসরের পরের দরূদ

share dua

۞ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدِنِ النَّبِيِّ الأُمِّىِّ وَعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ تَسْلِيْمًا

উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিনিন্নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ’লা আ-লিহী ওয়া সাল্লিম তাসলিমা।

অর্থঃ হে আল্লাহ! তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী মুহাম্মদ (ﷺ) এর উপর ও তার পরিবারবর্গের উপর।

উপকারিতাঃ

হযরত আবূ হুরায়রা (রাযি) থেকে বর্ণিত, রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাযের পর নিজের স্থানে বসে ৮০ বার দুরুদটি পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদত-বন্দেগীর সওয়াব লেখা হবে।

উৎসঃ আদদুররুল মানযূদ ফিস সালাতি ওয়াস সালামি আলা সাহিবিল মাকামিল মাহমূদ: পৃ. ১৬০


এ সম্পর্কিত আরও দু’আ...