শয়তান হতে হিফাযতের দু‘আ

۞ لٓا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَئٍْ قَدِيْرٌ
উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু ওয়া ’আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থঃ আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা কেবল তাঁর জন্যই। তিনি সকল বিষয়ে ক্ষমতাবান।
উপকারিতাঃ
হযরত আবূ আইউব (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা দশবার এই দু‘আ পড়বে তার জন্য দশটি নেকি লিখে দেওয়া হবে, তার দশটি গোনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার দশটি মর্তবা উন্নত করে দেওয়া হবে, চারজন গোলাম আজাদ করার সমান সওয়াব হবে এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান হতে তাকে হিফাযত করা হবে। আর যে ব্যক্তি মাগরিবের নামাযের পর এই কালিমাগুলি পড়বে সে সকাল পর্যন্ত এইসমস্ত পুরস্কার লাভ করবে।
উৎসঃ সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৪৭৪