দুশ্চিন্তা থেকে হিফাযতের দু‘আ

۞ حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
উচ্চারণঃ হাসবিয়াল্লা-হু লা-ইলাহা ইল্লা-হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম। (৭বার)
অর্থঃ আল্লাহ্ই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোন মা‘বূদ নেই, তাঁর উপরই আমি ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি।
উপকারিতাঃ
হযরত আবূ দারদা (রাযি) বলেন, যে ব্যক্তি সকাল-বিকাল ৭ বার এ দু‘আটি পাঠ করবে, আল্লাহ্ তায়ালা তাকে (দুনিয়া ও আখিরাতের) সমস্ত পেরেশানি থেকে হিফাযত করবেন।
উৎসঃ সুনানে আবূ দাঊদ, হাদীস নং: ৫০৮১