দু'আ

নফসের প্ররোচনা থেকে বাঁচার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

নফসের প্ররোচনা থেকে বাঁচার দু‘আ

share dua

۞ يَاحَىُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثْ أَصْلِحْ لِىْ شَأْنِىْ كُلَّهٗ وَلَا تَكِلْنِيْ إِلٰى نَفْسِىْ طَرْفَةَ عَيْنِ

উচ্চারণঃ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বি রহমাতিকা আস্তাগিস, আসলিহলি শা’নি- কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি ত্বর ফাতা আঈ-ন।

অর্থঃ হে চিরঞ্জীব, হে জমিন আসমান ও সমস্ত মাখলূকের রক্ষাকারী, আমি আপনার রহমতের উসীলায় ফরিয়াদ করছি যে, আমার সমস্ত কাজ দুরস্ত করে দিন এবং আমাকে এক পলকের জন্যও আমার নফসের নিকট সোপর্দ করবেন না।

উপকারিতাঃ

হযরত আনাস ইবনে মালেক (রাযি) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ হযরত ফাতেমা )রাযি( কে বললেন, আমার নসীহত মনোযোগ দিয়ে শোন, তুমি সকাল সন্ধ্যায় (এই দু‘আ) পড়বে।

উৎসঃ মুসতাদরাকে হাকেম, হাদীস নং: ২০০০


এ সম্পর্কিত আরও দু’আ...