শয়তান থেকে হিফাযতের দু‘আ
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন কাদির। (সকাল ও সন্ধ্যায় এ দু‘আ ১০ বার পড়বে)
আল্লাহ তা‘আলা ব্যতীত কোন মা‘বূদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। সর্বময় রাজত্ব একমাত্র তাঁরই জন্য। তাঁরই জন্য সকল প্রশংসা। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
সুনানে আবু দাউদ, হাদীস নং: ৫০৭৭; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ৮৪৯
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা এ দু‘আটি পাঠ করবে তার একটি গোলাম আযাদ করার সওয়াব হবে, দশটি নেকী লেখা হবে, দশটি গুনাহ মাফ হবে এবং দশটি মর্যাদা বুলন্দ হবে। এটি তার জন্য সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে। আর যে ব্যক্তি সন্ধ্যা বেলায় এ দু‘আটি পাঠ করবে সকাল পর্যন্ত সে অনুরূপ সওয়াব পাবে। অন্য এক বর্ণনায় দশটি গোলাম আযাদ করার সওয়াব হওয়ার কথা উল্লেখ রয়েছে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে