দু'আ

জাহান্নাম থেকে বাঁচার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

জাহান্নাম থেকে বাঁচার দু‘আ

share dua

۞ اَللّٰهُمَّ أَجِرْنِىْ مِنَ النَّارِ

উচ্চারণঃ আল্লাহুম্মা আজিরনী মিনান নার। (সাত বার)

অর্থঃ হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও।

উপকারিতাঃ

হযরত মুসলিম ইবনে হারেস তামিমি (রাযি) বলেন, রাসূল আমাকে কানে কানে বললেন, যখন মাগরিবের নামাযের সালাম ফেরাবে, তখন কারো সঙ্গে কথা বলার আগে এই দু‘আটি সাত বার পড়বে। যদি তুমি পড় আর ওই রাতেই তুমি মারা যাও তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে। ফজরের নামাযের পরও দু‘আটি একই নিয়মে সাতবার পড়বে। যদি তুমি পড়ে থাক আর ওই দিনেই তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে। বি:দ্র: দু‘আটি নিজের জন্য হলে ‘‘আজিরনী’’ হবে। আর সকলের জন্য হলে ‘‘আজিরনা’’ হবে।

উৎসঃ সুনানে আবু দাউদ, হাদীস নং: ৫০৭৯; সুনানে কুবরা, নাসায়ী, হাদীস নং: ৯৯৩৯; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ২০২২


এ সম্পর্কিত আরও দু’আ...