মুখের জড়তা বা তোতলামির রুকাইয়া
قَالَ رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْ ﴿ۙ۲۵﴾ وَ یَسِّرْ لِیْۤ اَمْرِیْ ﴿ۙ۲۶﴾ وَ احْلُلْ عُقْدَۃً مِّنْ لِّسَانِیْ ﴿ۙ۲۷﴾ یَفْقَهُوْا قَوْلِیْ ﴿۪۲۸﴾ যদি উপরোক্ত কোন সমস্যা না থাকে অর্থাৎ জন্মগত নয় বরং সবসময় সুন্দর করে কথা বলতো এবং হঠাৎ করে তোতলামো শুরু করলো বা কথা একেবারে বন্ধ হয়ে গেছে তাহলে বদনজরের রুকইয়াহ করবে।
সমস্যা এই সমস্যা হয় দুই কারণে, জন্মগত ত্রুটি অথবা বদনজর। জন্ম থেকে কোনো শিশুর জিহ্বার সামনের অংশ নিচের অংশে লাগানো থাকে। অর্থাৎ জিহ্বা বের করতে পারে না। যার ফলে কথা বলতে অসুবিধা হয়, তোতলামি হয়। এর চিকিৎসা আছে। জিহ্বার নিচের অংশ কেটে দিলে এই সমস্যা সেরে যায় ইনশাআল্লাহ। যদি অপারেশনে না সারে তবে রোগী রুকইয়াহ করবে। রুকইয়াহ প্রতি ওয়াক্ত নামাজের পর উপরোক্ত আয়াতগুলো পড়বে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে