হকের উপর অবিচল থাকার দু‘আ
۞ اَللّٰهُمَّ اَرِنَا الْحَقَّ حَقًّا وَّارْزُقْنَا اتِّبَاعَهٗ، وَاَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَّارْزُقْنَا اجْتِنَابَهٗ
উচ্চারণঃআল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনাত্তিবায়াহ, ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনাজতিনাবাহু।
হে আল্লাহ, আপনি হককে হক হিসেবে আমাদের দেখান এবং এর অনুসরণের তাওফীক দিন, আর বাতিলকে বাতিল হিসেবে দেখান এবং এটাকে পরিত্যাগ করার তাওফীক দিন।
তাফসীরে ইবনে কাসীর ১/৫৯০; সূরা বাকারার ২১৩ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য
হযরত উমর (রাযি) বলেন, এই দু‘আটি জামে এবং উপকারী। এর অর্থ হল, বান্দাহ তার রবের নিকট সরল ও সঠিক পথে পরিচালনা ও তার উপর অবিচল থাকার জন্য আবেদন করা এবং এর মাঝে সকল প্রকারের সংশয় থেকে মুক্তি লাভ করা।
তাফসীরে ইবনে কাসীরে ১/৪৪৪; সূরা বাকারাহ ২১৩ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য; শরহু মুনতাহাল ইরাদাত ৩/৪৯৭
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে