দু'আ

হকের উপর অবিচল থাকার দু‘আ

সকল দু'আ একত্রে দেখুন

হকের উপর অবিচল থাকার দু‘আ

share dua

۞ اَللّٰهُمَّ اَرِنَا الْحَقَّ حَقًّا وَّارْزُقْنَا اتِّبَاعَهٗ، وَاَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَّارْزُقْنَا اجْتِنَابَهٗ

উচ্চারণঃ আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনাত্তিবায়াহ, ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনাজতিনাবাহু।

অর্থঃ হে আল্লাহ, আপনি হককে হক হিসেবে আমাদের দেখান এবং এর অনুসরণের তাওফীক দিন, আর বাতিলকে বাতিল হিসেবে দেখান এবং এটাকে পরিত্যাগ করার তাওফীক দিন।

উৎসঃ তাফসীরে ইবনে কাসীর ১/৫৯০; সূরা বাকারার ২১৩ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য

উপকারিতাঃ

হযরত উমর (রাযি) বলেন, এই দু‘আটি জামে এবং উপকারী। এর অর্থ হল, বান্দাহ তার রবের নিকট সরল সঠিক পথে পরিচালনা তার উপর অবিচল থাকার জন্য আবেদন করা এবং এর মাঝে সকল প্রকারের সংশয় থেকে মুক্তি লাভ করা।

উৎসঃ তাফসীরে ইবনে কাসীরে ১/৪৪৪; সূরা বাকারাহ ২১৩ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য; শরহু মুনতাহাল ইরাদাত ৩/৪৯৭


এ সম্পর্কিত আরও দু’আ...