দু‘আ-২০২
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ فِكَاكَ رَقَبَتِيْ مِنَ النَّارِ، اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى غَمَرَاتِ الْمَوْتِ وَ سَكَرَاتِ الْمَوْتِ .
অর্থঃইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে দোযখ থেকে মুক্তি দিন। ইয়া আল্লাহ! মৃত্যুর সময়ের জ্ঞানহীনতা ও যন্ত্রণার মুহূর্তে আমার সাহায্য কোরেন।২৩৪
-কিতাবুল আযকার, কানযুল উম্মাল
২৩৪. আল্লাহু আকবার! আল্লাহর মাকবুল ও মাসূম নবীর এই প্রার্থনা, জাহান্নামের সাথে যাঁর যুক্ত হওয়ার কণামাত্রও সম্ভাবনা ছিল না। তাহলে আমাদের মতো দুনিয়ার দাসদের আপন নামকাওয়াস্তের আমল-ইবাদাতের উপর গর্বিত হওয়া কেমন নির্বুদ্ধিতা!
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে