দু‘আ-২০২

share dua

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ فِكَاكَ رَقَبَتِيْ مِنَ النَّارِ، اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى غَمَرَاتِ الْمَوْتِ وَ سَكَرَاتِ الْمَوْتِ .

অর্থঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে দোযখ থেকে মুক্তি দিন। ইয়া আল্লাহ! মৃত্যুর সময়ের জ্ঞানহীনতা ও যন্ত্রণার মুহূর্তে আমার সাহায্য কোরেন।২৩৪

উৎসঃ -কিতাবুল আযকার, কানযুল উম্মাল

উপকারিতাঃ

২৩৪. আল্লাহু আকবার! আল্লাহর মাকবুল মাসূম নবীর এই প্রার্থনা, জাহান্নামের সাথে যাঁর যুক্ত হওয়ার কণামাত্রও সম্ভাবনা ছিল না। তাহলে আমাদের মতো দুনিয়ার দাসদের আপন নামকাওয়াস্তের আমল-ইবাদাতের উপর গর্বিত হওয়া কেমন নির্বুদ্ধিতা!


এ সম্পর্কিত আরও দু’আ...