দু‘আ-২০০

share dua

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذَنْۢبِيْ وَوَسِّعْ لِيْ خُلُقِيْ، وَطَيِّبْ لِيْ كَسْبِيْ، وَقَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَلَا تُذْهِبْ طَلَبِيْ إِلٰى شَيْءٍ صَرَفْتَهٗ عَنِّيْ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমার গুনাহ মাফ করুন, আমাকে প্রশস্ত আখলাকের অধিকারী করুন, আমাকে হালাল উপার্জন দান করুন, আপনার প্রদত্ত রুজিতে আমাকে সন্তুষ্ট রাখুন আর যা আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন তার দিকে আমাকে আগ্রহী কোরেন না।২৩২

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

হবে। وَطَيِّبْ لِىْ كَسْبِىْ হালাল। وَقَنِّعْنِىْ بِمَا رَزَقْتَنِىْ

২৩২. অর্থাৎ যা আমার ভাগ্যে নেই (আর এই ভাগ্যে না থাকার মাঝেও নিশ্চয়ই থাকবে কোনো সু-তাৎপর্য) তার জন্য আমার অন্তরে যেন আগ্রহ-আকাঙ্ক্ষাও না থাকে। নতুবা এক সার্বক্ষণিক অস্থিরতার মাঝে সময় কাটাতে হবে। وَطَيِّبْ আমার উপার্জন যেমন হোক যে পরিমাণ হোক তা যেন হয় হালাল। وَقَنِّعْنِىْ একেবারে গোঁড়ার কথা এবং এক মৌলিক প্রার্থনা- অল্পেতুষ্টির মহাসম্পদ যে পেয়েছে, তার কাছে তো সাত মহাদেশের ধন-দৌলতও তুচ্ছ।


এ সম্পর্কিত আরও দু’আ...