দু‘আ-১৯৯

اَللّٰهُمَّ لَا تَجْعَلْ لِفَاجِرٍ عِنْدِيْ نِعْمَةً أُكَافِيْهِ بِهَا فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ.
অর্থঃ ইয়া আল্লাহ! আমার উপর যেন না থাকে কোনো বদকারের অনুগ্রহ, যার প্রতিদান আমাকে দিতে হয় দুনিয়া-আখিরাতে।২৩১
উৎসঃ -কানযুল উম্মাল
উপকারিতাঃ
২৩১. দুষ্ট ও অসভ্য লোকের কৃপাধীন হওয়া রুচিশীল ব্যক্তিমাত্রের জন্যই বড় কষ্টের।