দু‘আ-১৯৭

share dua

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ بِنِعْمَتِكَ السَّابِقَةِ عَلَيَّ وَبَلَآئِكَ الْحَسَنِ الَّذِيْ ابْتَلَيْتَنِيْ بِه، وَفَضْلِكَ الَّذِيْ فَضَّلْتَ عَلَيَّ أَنْ تُدْخِلَنِيَ الْجَنَّةَ بِمَنِّكَ وَفَضْلِكَ وَرَحْمَتِكَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে প্রদত্ত আপনার নেয়ামতের অসিলায়, (প্রত্যেক জীবিত মানবের প্রতিটি লোমকূপ জীবনের প্রতি মুহূর্তে যার সাক্ষ্য দেয়) আমার নিকট থেকে গৃহীত আপনার উত্তম পরীক্ষার অসিলায়২২৮ এবং আমার উপর কৃত আপনার অনুগ্রহের অসিলায় আপনার কাছে প্রার্থনা করছি, আপন দান ও করুণায় আমাকে আপনি জান্নাতে দাখিল করুন।২২৯

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

২২৮. বান্দার উপর বাহ্যিক দৃষ্টিতে যখন কোনো বিপদ আসে, তখন এর দ্বারা উদ্দেশ্য হয় তার পরীক্ষা নেয়া। আর এই পরীক্ষা সবসময় (হাসান) ভালোই হয়ে থাকে। কারণ, আল্লাহর সব কাজই ভালো। ২২৯. তো দাসত্বের পরম প্রকাশ যে, বান্দা জান্নাতে দাখিল হওয়ার উপায় হিসেবে শুধু এবং শুধু মালিকের দয়া করুণার উল্লেখ করছে, নিজের কোনো আমল বা কর্মের দিকে ইঙ্গিতও করছে না।


এ সম্পর্কিত আরও দু’আ...