দু‘আ-১৯৬

share dua

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ ثَـوَابَ الشَّاكِرِيْنَ وَنُزُلَ الْمُقَرَّبِيْنَ، وَمُرَافَقَةَ النَّبِيِّيْنَ وَيَقِيْنَ الصِّدِّيْقِيْنَ، وَذِلَّةَ الْمُتَّقِيْنَ، وَإِخْبَاتَ الْمُوْقِنِيْنَ حَتّٰى تَوَفّٰنِيْ عَلٰى ذٰلِكَ يَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি শোকরগোজার (বান্দাদের) মতো ছওয়াব এবং নৈকট্যপ্রাপ্তদের মতো মেহমানদারী আর নবীগণের সাহচর্য। প্রার্থনা করছি সিদ্দীকগণের ইয়াকীন, মুত্তাকীদের বিনয় ও বিশ্বাসীদের নম্রতা। এরপর এ অবস্থায় আপনি আমাকে উঠিয়ে নিন হে সকল দয়ালুর বড় দয়ালু!২২৭

উৎসঃ -আল-হিযবুল আ’যম

উপকারিতাঃ

২২৭. অর্থাৎ জীবনভর যেন ওলী-সিদ্দীকগণের মতো পাকা বিশ্বাস থাকে। মুত্তাকীদের মতো বিনয় আমিত্বহীনতা থাকে। আহলে ইয়াকীনের মতো নম্রতা আল্লাহমুখিতা থাকে। আর মৃত্যুর পর যেন নসীব হয় শোকরগোজার বান্দাদের অনুরূপ প্রতিদান। আর জান্নাতে যেন মিলে আদর-আপ্যায়ন, যা আল্লাহর মেহমানদের করা হয়। আর জান্নাতে যেন নবী-রাসূলগণের সাহচর্য মিলে।


এ সম্পর্কিত আরও দু’আ...