দু‘আ-১৯৫
ইয়া আল্লাহ! সাত আসমানের মালিক! আরশে আযীমের মালিক! ইয়া আল্লাহ, আমার সকল প্রয়োজনে আপনি যথেষ্ট হোন, যেভাবে আপনি চান, যেখান থেকে চান তা পূরণ করুন।২২৪ (আমি পুরোপুরি আপনারই ইচ্ছায় সমর্পিত।) আল্লাহই আমার জন্য যথেষ্ট আমার দ্বীনের বিষয়ে। আল্লাহই আমার জন্য যথেষ্ট আমার দুনিয়ার বিষয়ে। আল্লাহই আমার জন্য যথেষ্ট আমার সকল মাথাব্যথায়। আল্লাহই আমার জন্য যথেষ্ট ঐ লোকের ব্যাপারে, যে আমার প্রতি জুলুম করে। আল্লাহই আমার জন্য যথেষ্ট ঐ লোকের ব্যাপারে যে আমাকে হিংসা করে। আল্লাহই আমার জন্য যথেষ্ট ঐ লোকের ব্যাপারে, যে আমার অনিষ্ট সাধনের চক্রান্ত করে। আল্লাহই আমার জন্য যথেষ্ট মৃত্যুর সময়। আল্লাহই আমার জন্য যথেষ্ট কবরের সওয়ালের সময়। আল্লাহই আমার জন্য যথেষ্ট মীযানের (পাল্লার) কাছে। আল্লাহই আমার জন্য যথেষ্ট পুলসিরাতে।২২৫ আল্লাহই আমার জন্য যথেষ্ট যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারই উপর আমার ভরসা। আর তিনিই মালিক মহান আরশের।২২৬
-কানযুল উম্মাল
২২৪. অর্থাৎ দুনিয়া-আখিরাতের সকল সমস্যায়, ধর্মীয় ও জাগতিক উভয় প্রকারের বিষয়ে এক আল্লাহর নুসরতই যথেষ্ট। ২২৫. মৃত্যু, কবরের সওয়াল, মীযানের পাল্লা ও পুলসিরাত - বরযখ ও আখিরাতের এই চার ঘাঁটি হচ্ছে সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ। তাই এগুলোর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এই চার সময় যদি আল্লাহর নুসরত হয়, তাহলে আর কোনো শঙ্কা নেই। ২২৬. আরশে আযীমের আলাদা উল্লেখের কারণ, সৃষ্টিকুলের মাঝে তা বৃহত্তম সৃষ্টি।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে