দু‘আ-১৯২
হে আমাদের পরওয়ারদেগার! আমাদেরকে দুনিয়াতে অমুক অমুক বিষয় দান করুন। (অমুক-অমুক বিষয় স্থলে দু‘আ পাঠকারী যেকোনো জায়েয দুনিয়াবী মাকসাদ চিন্তা করবে।)২১৬ হে প্রত্যেক নির্জনের স্বজন; প্রত্যেক নিঃসঙ্গের সঙ্গী! হে নিকটবর্তী, যে দূরে নয়, হে উপস্থিত, যে অনুপস্থিত নয়! হে বিজয়ী, যে পরাজিত নয়!২১৭ হে চিরজীবী, হে রক্ষাকর্তা, হে মর্যাদা ও মাহাত্ম্যের মালিক! হে আকাশমণ্ডলী ও ভূমির জ্যোতি! হে আকাশমণ্ডলী ও ভূমির শোভা! হে আকাশমণ্ডলী ও ভূমির প্রতাপান্বিত প্রভু! হে আকাশমণ্ডলী ও ভূমি ধারণকারী! হে আকাশমণ্ডলী ও জমির অস্তিত্বদানকারী! হে আকাশমণ্ডলী ও ভূমির অস্তিত্ব রক্ষাকারী! হে মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী! হে ফরিয়াদীদের ফরিয়াদস্থল! শরণার্থীর শেষ আশ্রয়, অস্থিরজনের শান্তিদাতা! চিন্তাগ্রস্তের প্রশান্তিদাতা ও অপারগের প্রার্থনা মঞ্জুরকারী! হে দুর্দশাগ্রস্তের দুর্দশা দূরকারী! হে সর্বজগতের মাবুদ! হে সকল দয়ালুর বড় দয়ালু! আপনারই সমীপে সকল প্রয়োজন।২১৮ (আপনিই তো ছোট-বড় সকল প্রয়োজন পূরণকারী)।
-কানযুল উম্মাল
২১৬. এখানে দু‘আ পাঠকারী অমুক-অমুক বিষয় স্থলে কোনো জায়েয মনোবাঞ্ছা চিন্তা করবে। যেমন- সুস্থতা, নিরাপত্তা, উম্মতের সফলতা, দুশমন থেকে মুক্তি, আয়-উপার্জন বৃদ্ধি ইত্যাদি। যেকোনো জায়েয দুনিয়াবী মাকসাদ চিন্তা করবে। ২১৭. সকল মাখলুকের বিপরীতে, যারা অতি নিকটে থেকেও দূরে, সঙ্গে থেকেও অনুপস্থিত এবং পূর্ণ বিজয়ী হওয়া সত্ত্বেও পরাজিত। এখন না হলে ভবিষ্যতে, বাস্তবে না হলে সম্ভাবনায় তো বটেই। ২১৮. দু‘আর এই সকল সম্বোধন উল্লেখ করে বান্দা জানিয়ে দিল যে, আল্লাহ ছাড়া না কেউ জীবিত ও স্থায়ী, না কেউ ফরিয়াদ শ্রবণকারী। না কেউ দুশ্চিন্তা থেকে মুক্তি দানকারী, না প্রশস্ততা আনয়নকারী। না কেউ প্রার্থনা শ্রবণকারী, না মঞ্জুরকারী।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে