দু‘আ-১৮৭

اَللّٰهُمَّ فَالِقَ الْإِصْبَاحِ وَجَاعِلَ اللَّيْلِ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا! قَوِّنِيْ عَلَى الْجِهَادِ فِيْ سَبِيْلِكَ.
অর্থঃ ইয়া আল্লাহ! যিনি প্রভাতের উন্মেষ ঘটান, যিনি রাতকে করেছেন আরামের সময় এবং চন্দ্র-সূর্যকে করেছেন সময়নির্ধারক! আমাকে আপনার রাহে জিহাদের শক্তি দিন।২০৩
উৎসঃ -আল-হিযবুল আ’যম
উপকারিতাঃ
২০৩. আপনার মতো শক্তিমান ও প্রজ্ঞাবানের পক্ষে তো আমার এ দরখাস্ত কবুল করা কিছুমাত্রও কঠিন নয়।