দু‘আ-১৮৪

share dua

اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِمَّنْ تَـوَكَّلَ عَلَيْكَ فَـكَفَيْتَهٗ، وَاسْتَهْدَاكَ فَهَدَيْتَهٗ، وَاسْتَنْصَرَكَ فَنَصَرْتَهٗ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে ঐসব মানুষের মাঝে শামিল করুন, যারা আপনার উপর ভরসা করেছে আর আপনি তাদের জন্য যথেষ্ট হয়েছেন; যারা আপনার কাছে হেদায়েত চেয়েছে আর আপনি তাদের হেদায়েত দিয়েছেন; যারা আপনার সাহায্য প্রার্থনা করেছে আর আপনি তাদের সাহায্য করেছেন।১৯৯

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

১৯৯. অর্থাৎ আমাকে ঐসব ভরসাকারী ভরসার সুফল লাভকারী, হেদায়েতের প্রার্থনাকারী হেদায়েত লাভকারী এবং গায়েবী মদদ প্রার্থনাকারী গায়েবী মদদ লাভকারীদের মধ্যে শামিল করুন।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১৮৪ | মুসলিম বাংলা