দু‘আ-১৮৪
اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِمَّنْ تَـوَكَّلَ عَلَيْكَ فَـكَفَيْتَهٗ، وَاسْتَهْدَاكَ فَهَدَيْتَهٗ، وَاسْتَنْصَرَكَ فَنَصَرْتَهٗ.
অর্থঃইয়া আল্লাহ! আমাকে ঐসব মানুষের মাঝে শামিল করুন, যারা আপনার উপর ভরসা করেছে আর আপনি তাদের জন্য যথেষ্ট হয়েছেন; যারা আপনার কাছে হেদায়েত চেয়েছে আর আপনি তাদের হেদায়েত দিয়েছেন; যারা আপনার সাহায্য প্রার্থনা করেছে আর আপনি তাদের সাহায্য করেছেন।১৯৯
-কানযুল উম্মাল
১৯৯. অর্থাৎ আমাকে ঐসব ভরসাকারী ও ভরসার সুফল লাভকারী, হেদায়েতের প্রার্থনাকারী ও হেদায়েত লাভকারী এবং গায়েবী মদদ প্রার্থনাকারী ও গায়েবী মদদ লাভকারীদের মধ্যে শামিল করুন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে