দু‘আ-১৮৩

share dua

اَللّٰهُمَّ كَمَا حُلْتَ بَيْنِيْ وَبَيْنَ قَلْبِيْ فَحُلْ بَيْنِيْ وبَيْنَ الشَّيْطَانِ وَعَمَلِه. اَللّٰهُمَّ ارْزُقْنَا مِنْ فَضْلِكَ وَلَا تَحْرِمْنَا رِزْقَكَ، وَبَارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا، وَاجْعَلْ غِنَانَا فِيْ أَنْفُسِنَا، وَاجْعَلْ رَغْبَتَنَا فِيْمَا عِنْدَكَ.

অর্থঃ ইয়া আল্লাহ! যেভাবে আপনি আমার ও আমার অন্তরের মাঝে পর্দা হয়েছেন, সেভাবেই আমার ও শয়তানের মাঝে, তার কর্মের মাঝে পর্দা হয়ে থাকুন।১৯৭ ইয়া আল্লাহ! আমাদেরকে আপনার অনুগ্রহ দান করুন, আমাদেরকে আপনার রিযিক থেকে বঞ্চিত কোরেন না। আর যে রিযিক আমাদের দান করেছেন, তাতে বরকত দিন। আমাদের অন্তরসমূহকে (মানুষের কাছে যা আছে তা থেকে) অমুখাপেক্ষী করুন আর আপনার কাছে যা আছে সে বিষয়ে লালায়িত করুন।১৯৮

উৎসঃ -আল-হিযবুল আ’যম, কানযুল উম্মাল

উপকারিতাঃ

হই। وَاجْعَلْ غِنَآئَنَا فِىْ أَنْفُسِنَا

১৯৭. আপনি যেমন কোনো হিকমতের কারণে আমার আমার কামনা-বাসনার মাঝে পর্দা হয়ে দাঁড়ান, প্রার্থনা এই যে, আমার শয়তানের মাঝেও সেরকম পর্দা হোন, যাতে আমি গুনাহে লিপ্তই না হতে পারি, অনুক্ষণ আপনার আনুগত্যে মশগুল থাকি। ১৯৮. অর্থাৎ আগ্রহ উদ্দীপনার সাথে আমরা যেন আপনার আজর ছাওয়াবের দিকে ধাবিত হই। وَاجْعَلْ অর্থাৎ আমাদের অন্তর থেকে লোভ-লালসা দূর করে দিন। এক মৌলিক দু‘আ।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১৮৩ | মুসলিম বাংলা