দু‘আ-১৭৯
ইয়া আল্লাহ! দুনিয়াকে আমার দ্বীনের জন্য সহায়ক করুন এবং তাকওয়াকে আমার আখিরাতের জন্য।১৯০ আমার দৃষ্টির অগোচরের সকল বিষয়ে আপনি হোন আমার রক্ষাকর্তা। আর যা কিছু আমার দৃষ্টির সম্মুখে তাতেও আমাকে নিজের উপর অর্পণ কোরেন না। হে ঐ সত্তা, গোনাহ যাঁর কোনোই ক্ষতি করতে পারে না আর ক্ষমা যাঁর কোনো কিছু হ্রাস করে না।১৯১ আমাকে ঐ জিনিস দান করুন, যা আপনার কিছুই হ্রাস করবে না। আমাকে মাফ করে দিন, যা আপনার কোনো ক্ষতি করবে না। আপনিই তো বড় দাতা।১৯২ আমি আপনার কাছে চাই আশু মুক্তি ও সুন্দর ধৈর্য,১৯৩ প্রশস্ত রিযিক ও সকল বিপদ থেকে নিরাপত্তা। আমি আপনার কাছে চাই পূর্ণ নিরাপত্তা, চাই স্থায়ী নিরাপত্তা।১৯৪ আর চাই এই শান্তি ও নিরাপত্তার উপর শোকরগোজারির তাওফীক। আমি আপনার কাছে প্রার্থনা করি মাখলুকের তরফ থেকে অমুখাপেক্ষিতা। আর সমুচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া আমার না আছে (গুনাহ থেকে) বেঁচে থাকার ক্ষমতা, না আছে (নেক আমল) সম্পাদনের শক্তি।
-আল-হিযবুল আ’যম
১৯০. অর্থাৎ আমার দুনিয়া যেন দ্বীনের কাজে আসে এবং আমার তাকওয়া যেন আখিরাতে আমার নিরাপত্তার উপায় হয়। ১৯১. অর্থাৎ গোটা দুনিয়া গুনাহ ও নাফরমানীতে ডুবে গেলেও আপনার কোনো ক্ষতি নেই। আর সকলকে মাফ করে দিলেও আপনার খাযানায় কিছুমাত্র কমবে না। ১৯২. অর্থাৎ আমাকে আপনার মাগফিরাত দ্বারা সৌভাগ্যবান করুন; আমার গুনাহ যত বড় ও যত বেশিই হোক মাফ করুন। ১৯৩. এ দুটি বিষয় প্রার্থনার তাৎপর্য এই যে, আমি তো আপনার কাছে মুক্তিই প্রার্থনা করি; কিন্তু আপনার হিকমতের দাবি যদি হয় বিপদগ্রস্ত করা, তাহলে যেন সুন্দর ধৈর্যের তাওফীক পাই। ১৯৪. অর্থাৎ শান্তি ও নিরাপত্তা যেন পূর্ণ ও স্থায়ী হয়।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে