দু‘আ-১৭৮

share dua

يَا ذَا الْمَعْرُوْفِ الَّذِيْ لَا يَنْقَضِيْ أَبَدًا! وَيَا ذَا النَّعْمَآءِ الَّتِيْ لَا تُحْصٰىۤ أَبَدًا! أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰۤى اٰلِ مُحَمَّدٍ، وَبِكَ أَدْرَأُ فِيْ نُحُوْرِ الْأَعْدَآءِ وَالْجَبَابِرَةِ.

অর্থঃ হে দাতা অনিঃশেষ করুণার, অগণিত দানের! আমি আপনার কাছে প্রার্থনা করছি যে, (হযরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর ও তাঁর পরিবারের উপর কামেল রহমত নাযিল করুন। আমি আপনারই শক্তিতে আঘাত হানি শত্রু ও শক্তিমানদের বক্ষে।১৮৯

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

اٰلِ مُحَمَّدٍ

১৮৯. এই শেষ বাক্যটির পক্ষে যদি ইতিহাসের উদাহরণ দরকার হয়, তাহলে সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করা যেতে পারে। তাদের একেকজন ছিলেন বিস্ময়কর শৌর্য-বীর্যের অধিকারী। তা সৃষ্টিই হয়েছিল আল্লাহর উপর অটল আস্থা ভরসা থেকে। (পরিবারের) ব্যাখ্যা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক যবান থেকেই এসেছে যে, যে কেউ আমার তরীকায় চলবে, সে আমার পরিবারভুক্ত।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১৭৮ | মুসলিম বাংলা