দু‘আ-১৭৬
ইয়া আল্লাহ! আপনার কাছে চাই দুনিয়ার নিরাপত্তা, বিপদ থেকে সুরক্ষা এবং দুনিয়া থেকে আপনার রহমতের দিকে যাত্রা।১৮৬ হে ঐ সত্তা যিনি সবার স্থলে যথেষ্ট; কিন্তু তার স্থলে কেউ যথেষ্ট নয়। হে অসহায়ের সহায়, হে অবলম্বনহীনের অবলম্বন! আপনি ছাড়া আর সবার থেকে প্রত্যাশা ছিন্ন হয়েছে। আমাকে ঐ অবস্থা থেকে মুক্তি দিন, যে অবস্থায় আমি আছি আর ঐ বিপদে আমাকে সাহায্য করুন, যা আমার উপর আপতিত হয়েছে। আপনার পবিত্র সত্তার মাহাত্ম্যের অসিলায় এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐ হকের অসিলায়, যা আপনার উপর রয়েছে। আমীন।১৮৭
-কানয, মুসতাদরাক
১৮৬. অর্থাৎ মৃত্যুর সময় যখন আসবে, তখন যেন আমরা পূর্ণরূপে রহমতের ছায়ায় প্রবেশ করি। اَسْئَلُكَ تَعْجِيْلَ عَافِيَتِكَ অর্থাৎ দুনিয়ায় যত দিন থাকি তত দিন আমার উপর নিরাপত্তা বর্ষণ করুন। ১৮৭. يَا مَنْ يَّكْفِىْ যে ব্যক্তি কোনো জাগতিক কষ্টের শিকার, যেমন রোগ-শোক, দারিদ্র্য, তাকে যে আশ্রয় আল্লাহ দিতে পারেন, তা তো কোনো মাখলুকের দ্বারা সম্ভব নয়। بِحَقِّ مُحَمَّدٍ عَلَيْكَ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক্ব আপনি আপন প্রতিশ্রুতির মাধ্যম নিজের উপর গ্রহণ করেছেন।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে