দু‘আ-১৭৩

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ وَإِلَيْكَ الْمُشْتَكٰى وَبِكَ الْمُسْتَغَاثُ وَأَنْتَ الْمُسْتَعَانُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ.
অর্থঃ ইয়া আল্লাহ! আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনারই সমীপে সকল অভিযোগ, আপনারই দরবারে সকল ফরিয়াদ আর আপনারই কাছে সাহায্য প্রার্থনা।১৭৫ (গুনাহ থেকে) বাঁচা ও (নেক আমলের) শক্তি একমাত্র আল্লাহরই হাতে।১৭৬
উৎসঃ -আল-হিযবুল আ’যম
উপকারিতাঃ
১৭৫. অর্থাৎ সকল প্রশংসার উপযুক্ত একমাত্র আপনি। কারণ অভিযোগ ও ফরিয়াদ শোনার উপযুক্তও একমাত্র আপনি এবং সকল ক্ষেত্রে সাহায্য প্রার্থনার উপযুক্তও শুধু আপনি। ১৭৬. অর্থাৎ শুধু আপনিই বাঁচাতে পারেন গুনাহ থেকে এবং একমাত্র আপনিই আনতে পারেন আনুগত্যের দিকে।