দু‘আ-১৬৭
اَللّٰهُمَّ اهْدِنِيْ مِنْ عِنْدِكَ، وَأَفِضْ عَلَيَّ مِنْ فَضْلِكَ، وَ اَسْبِـغْ عَلَيَّ مِنْ رَّحْمَتِكَ وَأَ نْزِلْ عَلَيَّ مِنْۢ بَرَكَاتِكَ
অর্থঃইয়া আল্লাহ! আমাকে আপনার পক্ষ থেকে হেদায়েত নসীব করুন।১৬৬ আমার অন্তরে আপনার দান ও করুণা বর্ষণ করুন। আমার প্রতি আপনার করুণা পূর্ণ করুন এবং আমার উপর আপনার বরকত নাযিল করুন।
-আমালুল ইয়াওমি ওয়াল্লাইলা
১৬৬. হেদায়েত তা-ই, যা আল্লাহর পক্ষ হতে প্রকাশিত হয়।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে