দু‘আ-১৬৬

share dua

اَللّٰهُمَّ اٰتِ مُحَمَّدًا ۟الْوَسِيْلَةَ ، وَاجْعَلْ فِيْ الْمُصْطَفَيْنَ مَحَبَّتَهٗ وَفِيْ الْأَعْلَيْنَ دَرَجَتَهٗ، وَفِيْ الْمُقَرَّبِيْنَ ذِكْرَهٗ .

অর্থঃ ইয়া আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ‘অসিলা’র মাকাম দান করুন। নির্বাচিত মানবমণ্ডলীর মাঝে তাঁকে প্রিয়পাত্র করুন, অতিউচ্চদের মাঝে তাঁর স্থান দান করুন আর নৈকট্যপ্রাপ্তদের মাঝে তাঁর নাম-যশ প্রতিষ্ঠিত করুন।১৬৫

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

الْوَسِيْلَةَ

১৬৫. (আল-ওয়াসীলা) জান্নাতের উচ্চ মর্যাদা, যার প্রতিশ্রুতি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আর মর্যাদায় অভিষিক্ত হয়ে তিনি উম্মতিগণের জন্য সুপারিশের অনুমতি লাভ করেছেন। দু‘আয় শিক্ষা আছে যে, নবীজির জন্য যেসকল সম্মান মর্যাদা প্রতিশ্রুত এবং আসমানী প্রতিশ্রুতির ন্যায় যাতে সন্দেহ-সংশয়ের বিন্দুমাত্রও অবকাশ নেই, সেসবের জন্যও নিজে দু‘আ করা উম্মতের মাধ্যমে দু‘আ করানো আবদিয়াতের দাবি।


এ সম্পর্কিত আরও দু’আ...