দু‘আ-১৬৫
ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি ভিখারীর অধিকারে। নিশ্চয়ই ভিখারীর আছে আপনার উপর অধিকার।১৬২ জলে-স্থলে যে দাস বা দাসীর দু‘আ আপনি কবুল করেছেন ও তাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের উত্তম প্রার্থনায় আমাদের শামিল করুন আর আমাদের উত্তম দু‘আয় তাদের শামিল করুন। আপনি আমাদের ও তাদের শান্তি দিন, আমাদের ও তাদের দু‘আসমূহ কবুল করুন, আমাদের ও তাদের ক্ষমা করুন।১৬৩ নিশ্চয়ই আমরা ঈমান এনেছি ঐ সবকিছুর উপর, যা আপনি নাযিল করেছেন আর আমরা রাসূলের অনুসরণ করেছি। সুতরাং আমাদেরও সাক্ষ্যদানকারীগণের মাঝে লিপিবদ্ধ করুন।১৬৪
–কানযুল উম্মাল
১৬২. অর্থাৎ আপনি নিজ দয়ায় নিজের উপর তাদের অধিকার গ্রহণ করেছেন। নতুবা, প্রকৃতপক্ষে কোনো মাখলুকের আল্লাহর উপর কোনো অধিকার সাব্যস্ত হতে পারে না। ১৬৩. অর্থাৎ আপনার সকল মাকবুল ও ‘মুসতাজাবুদ্দুআ’ বান্দার দু‘আয় আমাদের শরীক করুন এবং তাদেরকেও আমাদের দু‘আয় শরীক করুন। আর আফিয়াত, সালামত, মাফী ও মাকবুলিয়াত আমাদের ও তাদের উভয়কে দান করুন। ১৬৪. বান্দার পরম সৌভাগ্য এই যে, তার নাম সত্য অস্বীকারকারী বাতিলপন্থীদের তালিকায় নয়, সত্যের সাক্ষ্যদানকারী হক্বপন্থীদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। অন্তরের অন্তস্তল থেকে বান্দা এরই তামান্না করে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে