দু‘আ-১৬৩

share dua

بِسْمِ اللهِ الَّذِيْ لَاۤ إِلٰهَ غَيْرُهٗ، اَللّٰهُمَّ أَذْهِبْ عَنِّي الْهَمَّ وَ الْحُزْنَ.اَللّٰهُمَّ بِحَمْدِكَ انْصَرَفْتُ وَبِذَنْۢبِيْ اعْتَرَفْتُ.

অর্থঃ ঐ আল্লাহর নামের (বরকতে), যিনি ছাড়া কোনো মাবুদ নেই। ইয়া আল্লাহ! আমাকে নিষ্কৃতি দিন দুঃখ ও দুশ্চিন্তা থেকে। ইয়া আল্লাহ! আপনারই প্রশংসা লয়ে ফিরি এবং আপন গুনাহ স্বীকার করি।১৫৯

উৎসঃ -আল-হিযবুল আ’যম, কানযুল উম্মাল

উপকারিতাঃ

উচিত। بِسْمِ اللهِ الَّذِىْ لَا اِلٰهَ غَيْرُهٗ

১৫৯. ‘অপরাধ স্বীকার’ করছেন নিষ্পাপ পয়গাম্বার! বলা বাহুল্য, তাঁর ‘অপরাধ’ তাঁর মর্যাদা মানদণ্ডের নিরিখে, সাধারণ বিচারে যা অপরাধ নয়। তাহলে আমরা যারা বাস্তবে অপরাধী, তাদের তো প্রতিটি মুহূর্ত অপরাধ স্বীকারে অতিবাহিত হওয়া উচিত। بِسْمِ তরজমাও হতে পারে যে, আমি আল্লাহর নাম নিচ্ছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই।


এ সম্পর্কিত আরও দু’আ...