দু‘আ-১৬২

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ كُـلُّهٗ، وَلَكَ الشُّكْرُ كُـلُّهٗ، وَلَكَ الْمُلْكُ كُـلُّهٗ، وَلَكَ الْخَلْقُ كُـلُّهٗ، بِيَدِكَ الْخَيْرُ كُـلُّهٗ، وَإِلَيْكَ يَرْجِـعُ الْأَمْرُ كُـلُّهٗ، أَسْأَلُكَ الْخَيْرَ كُـلَّهٗ، وَأَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُـلِّه.
অর্থঃ ইয়া আল্লাহ! সমস্ত প্রশংসা আপনার, সকল কৃতজ্ঞতা আপনার, গোটা রাজত্ব আপনার, সকল সৃষ্টি আপনার। আপনারই হাতে সকল কল্যাণ আর আপনারই দিকে প্রত্যাবর্তিত সকল বিষয়। আমি আপনার কাছে সকল কল্যাণ চাই এবং আপনার কাছে সকল অকল্যাণ থেকে পানাহ চাই।১৫৮
উৎসঃ -আল-হিযবুল আ’যম, কানযুল উম্মাল
উপকারিতাঃ
كُـلُّهٗ
১৫৮. (সব) এর পুনঃপুন উচ্চারণ লক্ষণীয়। চাওয়া ও পাওয়ার যা কিছু আছে, তার ক্ষুদ্রতম বস্তুটিও অবহেলার নয়। ছোট-বড় সবকিছুই অর্জন ও অন্বেষণের উপযুক্ত। বান্দার পরম পূর্ণতা দাসত্ব, আনুগত্য ও মুখাপেক্ষিতায় বিপরীত প্রবণতাগুলোতে নয়।