দু‘আ-১৫৭

share dua

اَللّٰهُمَّ افْتَحْ أَقْفَالَ قُلُوْبِنَا بِذِكْرِكَ، وَأَتْمِمْ عَلَيْنَا نِعْمَتَكَ، وَأَسْبِـغْ عَلَيْنَا مِنْ فَضْلِكَ، وَاجْعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আপনার স্মরণ দ্বারা আমাদের হৃদয়ের তালাসমূহ খুলে দিন এবং আমাদের উপর আপনার দান পূর্ণ করুন। আমাদের প্রতি আপনার করুণা বর্ষণ করুন এবং আমাদেরকে আপনার নেক বান্দাদের মাঝে শামিল করুন।১৫১

উৎসঃ -আমালুল ইয়াওমি ওয়াল্লাইলা ইবনুস সুন্নী : ১০০

উপকারিতাঃ

১৫১. শুধু দয়া করুণাই কাম্য নয়, পূর্ণ দয়া পূর্ণাঙ্গ করুণাই কাম্য। হাদীস থেকে আরো জানা গেল, অন্তরে গাফলত উদাসীনতার যে তালা লেগে যায়, তার চাবি হচ্ছে আল্লাহর যিকর।


এ সম্পর্কিত আরও দু’আ...