দু‘আ-১৫৪

share dua

اَللّٰهُمَّ غَشِّنِيْ بِرَحْمَتِكَ وَجَنِّبْنِيْ عَذَابَكَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে আপনার রহমত দ্বারা আবৃত করুন আর আপনার আযাব থেকে আমাকে রক্ষা করুন।১৪৮

উৎসঃ -আল-হিযবুল আ’যম

উপকারিতাঃ

করেন। غَشِّنِىْ بِرَحْمَتِكَ

১৪৮. যে সকল অজ্ঞ সূফী আল্লাহর আযাব সম্পর্কে বেপরোয়া তারা যেন এই হাদীসসমূহের দ্বারা নিজেদের অজ্ঞতার চিকিৎসা করেন। غَشِّنِىْ এমন আসমানী রহমত প্রার্থনা করাই মুমিনের কাজ, যা তাকে সবদিক থেকে ঢেকে রাখবে এবং যা তাকে পূর্ণ ছায়া দান করবে। দেহ আত্মার কোনো অংশ এর বাইরে থাকবে না।


এ সম্পর্কিত আরও দু’আ...