দু‘আ-১৫২

share dua

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ تَمَامَ الْوُضُوْٓءِ وَتَـمَامَ الصَّلٰوةِ، وَتَـمَامَ رِضْوَانِكَ وَتَمَامَ مَغْفِرَتِكَ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি অযুর পূর্ণতা ও নামাযের পূর্ণতা এবং প্রার্থনা করি আপনার পূর্ণ সন্তুষ্টি ও পূর্ণ ক্ষমা।১৪৭

উৎসঃ -আল-হিযবুল আ’যম

উপকারিতাঃ

১৪৭. দু‘আর বিন্যাস বড় প্রজ্ঞাপূর্ণ। ‘ইবাদাতে আলিয়া’ (যা অন্য ইবাদাতের মাধ্যম যেমন, অযু এবং ‘ইবাদাতে মাকসুদা’ (যা খালিস ইবাদাত যেমন, নামায) উভয় ক্ষেত্রে যখন পূর্ণতা আসবে, তখন স্বভাবতই তার সুফলরূপে আল্লাহর ক্ষমা সন্তুষ্টিও পূর্ণরূপে প্রকাশিত হবে। কোনোরকম দায়সারাভাবে ইবাদাত করা মুমিনের কাজ নয়। প্রত্যেক ইবাদাতকে পূর্ণতার স্তরে পৌঁছাতে হবে এবং তার আজর ছওয়াবও পরিপূর্ণ অর্জন করতে হবে। পরীক্ষায় কোনো রকম উৎরে যাওয়া নয়, সুনাম সম্মানের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।


এ সম্পর্কিত আরও দু’আ...