দু‘আ-১৫১

share dua

اَللّٰهُمَّ حَصِّنْ فَرْجِيْ وَيَسِّرْ لِيْۤ اَمْرِيْ .

অর্থঃ ইয়া আল্লাহ! আমার লজ্জাস্থানকে সুরক্ষিত করুন এবং আমার জন্য আমার কাজ সহজ করে দিন।১৪৬

উৎসঃ -আল-হিযবুল আ’যম

উপকারিতাঃ

যাবে। وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ

১৪৬. কোনো কালেমা পাঠকারী নারী বা পুরুষ যদি আল্লাহ না করুন- হারাম কর্মে সাগ্রহে বা পেশা হিসেবে লিপ্ত হয়ে পড়ে এরপর বিপদ থেকে মুক্তি পেতে চায়, তাহলে দু‘আ যেন নিয়মিত কিছু দিন অযীফা বানিয়ে পাঠ করে। ইনশাআল্লাহ বিবাহ-শাদী বা জায়েয উপার্জনের কোনো পথ অবশ্যই হয়ে যাবে। وَيَسِّرْ (আমার জন্য আমার কাজ সহজ করে দিন)। অর্থাৎ হারাম স্বভাব বা পেশা ত্যাগ করার ক্ষেত্রে যে সকল সমস্যা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা দূর করে বৈধ বিকল্পের ব্যবস্থা করে দিন।


এ সম্পর্কিত আরও দু’আ...