দু‘আ-১৪৮

share dua

اَللّٰهُمَّ لَا يُدْرِكُنِيْ زَمَانٌ وَّلَا يُدْرِكُوْا زَمَانًا لَّا يُتَّبَعُ فِيْهِ الْعَلِيْمُ، وَلَا يُسْتَحْيٰى فِيْهِ مِنَ الْحَلِيْمِ، قُلُوْبُهُمْ قُلُوْبُ الْأَعَاجِمِ، وَأَلْسِنَتُهُمْ أَلْسِنَةُ الْعَرَبِ.

অর্থঃ ইয়া আল্লাহ! ঐ যুগ যেন আমাকে না পায় এবং এরাও যেন ঐ যুগ পর্যন্ত না পৌঁছায়, যে যুগে না ইলমওয়ালার অনুসরণ করা হবে, না ভদ্র ও সহনশীলের লেহায করা হবে। তাদের অন্তর হবে আজমীদের আর ভাষা আরবীদের।১৪৩

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

১৪৩. আল্লাহর রাসূল নিজের জন্য নিজের সাহাবীদের জন্য যমানা থেকে পানাহ চেয়েছেন, যা হবে দুনিয়ার সব দিকে ফিতনা-ফাসাদের যমানা। যখন না থাকবে ইলমের সম্মান, না ভদ্রতার মর্যাদা। না মারিফাত আল্লাহ-পরিচয়ের মূল্য, না সুন্দর চরিত্র আত্মিক শুদ্ধতার। অন্তরসমূহে জন্ম নিবে আজমী কপটতা কঠোরতা আর মুখের ভাষায় বিরাজ করবে আরবি বিনয় ভদ্রতা।


এ সম্পর্কিত আরও দু’আ...