দু‘আ-১৪৭

share dua

اَللّٰهُمَّ أَعِنِّيْ بِالْعِلْمِ وَزَيِّنِّيْ بِالْحِلْمِ، وَأَكْرِمْنِيْ بِالتَّقْوٰى وَجَمِّلْنِيْ بِالْعَافِيَةِ.

অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে ইলম দ্বারা সাহায্য করুন এবং স্থিরতা ও সহনশীলতা দ্বারা সজ্জিত করুন। আর তাকওয়ার দ্বারা মর্যাদা দান করুন এবং সুস্থতা ও নিরাপত্তার দ্বারা শোভন করুন।১৪২

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

১৪২. অর্থাৎ আপনার সাহায্য এই যে, আমাকে ইলম মারিফাত দিন আর স্থিরতা সহনশীলতার অলংকার দ্বারা আমাকে সভ্য-সুন্দর করুন। আর আমার মাঝে যদি ব্যক্তিত্ব সৃষ্টি হয়, তাহলে তা যেন হয় তাকওয়ার দ্বারা আর আমার মাঝে জামাল-সৌন্দর্য যদি পয়দা হয়, তা যেন হয় সুস্থতা নিরাপত্তার দ্বারা।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১৪৭ | মুসলিম বাংলা