দু‘আ-১৪৬

share dua

اَللّٰهُمَّ أَنْتَ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا، لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا، إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِه عِبَادَكَ الصَّالِحِيْنَ، وَإنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا وَارْحَمْهَا.

অর্থঃ ইয়া আল্লাহ! আপনিই আমার প্রাণ সৃষ্টি করেছেন আর আপনিই তাকে মৃত্যু দিবেন। আপনারই হাতে তার জীবন ও মরণ। তাকে যদি জীবিত রাখেন, তাহলে এমনভাবে রক্ষা করুন, যেভাবে আপন নেক বান্দাদের রক্ষা করে থাকেন। আর যদি মৃত্যু দেন, তাহলে তাকে ক্ষমা করুন ও রহম করুন।১৪১

উৎসঃ -মুসলিম

উপকারিতাঃ

১৪১. অর্থাৎ যতক্ষণ আমাদের জীবিত রাখবেন আপন হেফাযতের মাঝে রাখবেন। আর যখন মৃত্যু দিবেন, খালিস রহমতের সাথে দিবেন।


এ সম্পর্কিত আরও দু’আ...

দু‘আ-১৪৬ | মুসলিম বাংলা