দু‘আ-১৪৪

اَللّٰهُمَّ هٰذَا الدُّعَآءُ وَعَلَيْكَ الْإِجَابَةُ، وَهٰذَا الْجَهْدُ وَعَلَيْكَ التُّكْـلَانُ، اَللّٰهُمَّ لَا تَكِلْنِيْۤ إِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ، وَلَا تَنْزِعْ مِنِّيْ صَالِحَ مَاۤ أَعْطَيْتَنِىْ.
অর্থঃ ইয়া আল্লাহ! এ-ই প্রার্থনা আর আপনারই কাজ কবুল করা। এ-ই চেষ্টা আর আপনারই উপর ভরসা। ইয়া আল্লাহ! আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের কাছে সোপর্দ কোরেন না। আর যে সকল উত্তম বস্তু আপনি আমাকে দিয়েছেন, তা আমার কাছ থেকে ফিরিয়ে নিয়েন না।১৩৯
উৎসঃ -কানয
উপকারিতাঃ
করেননি। وَعَلَيْكَ التُّكْلَانُ
১৩৯. কী আবদিয়াতের শিক্ষা এই দু‘আয়! কামিল পুরুষরা নিজের উপর এক মুহূর্তের জন্যও ভরসা করেননি। وَعَلَيْكَ (আর আপনারই উপর ভরসা)। বান্দা ও খোদা, আবিদ ও মাবুদ এবং মাখলুক ও খালিকের আলাদা আলাদা কর্ম এখানে কত পরিষ্কারভাবে বয়ান করা হয়েছে।