দু‘আ-১৪২

share dua

اَللّٰهُمَّ ذَا الْحَبْلِ الشَّدِيْدِ وَالْأَمْرِالرَّشِيْدِ! أَسْأَلُكَ الْأَمْنَ يَوْمَ الْوَعِيْدِ، وَالْجَنَّةَ يَوْمَ الْخُلُوْدِ مَعَ الْمُقَرَّبِيْنَ الشُّهُوْدِ الرُّكَّعِ السُّجُوْدِ الْمُوْفِيْنَ بِالْعُهُوْدِ، إِنَّكَ رَحِيْمٌ وَّدُوْدٌ، اِنَّكَ أَنْتَ تَفْعَلُ مَا تُرِيْدُ.

অর্থঃ ইয়া আল্লাহ! ‘দৃঢ় রজ্জু’ যাঁর, সত্য দ্বীন যাঁর, আমি আপনার কাছে হাশর দিবসে নিরাপত্তা চাই এবং আখিরাতে ঐসব মানুষের সাথে জান্নাত চাই, যারা নৈটক্যপ্রাপ্ত, নিয়মিত উপস্থিত, বেশি বেশি রুকু-সিজদাকারী এবং প্রতিশ্রুতি পূর্ণকারী। নিশ্চয়ই আপনি বড় দয়ালু, মেহেরবান এবং নিশ্চয়ই আপনি যা চান করতে পারেন।১৩৭ -কানযুল উম্মাল

উৎসঃ -কানযুল উম্মাল

উপকারিতাঃ

ذَا الْحَبْلِ الشَّدِيْدِ فَقَدِ اسْتَمْسَكَ بِا لْعُرْوَةِ الْوُثْقَى। الرُّكَّعِ السُّجُودِ

১৩৭. (দৃঢ় রজ্জু যাঁর)। যে রজ্জু কখনো ছিন্ন হয় না, যে ভরসা কখনো ধোঁকা দেয় না। দরখাস্ত মঞ্জুর করার পক্ষে দুটো বিষয়ই প্রতিবন্ধক হতে পারে। এক. হাকিমের দয়াহীনতা, দুই. শক্তিহীনতা। আপনি তো প্রত্যেকটি থেকেই পবিত্র। দ্রষ্টব্য আয়াত (বেশি-বেশি রুকু-সিজদাকারী এবং প্রতিশ্রুতি পূর্ণকারী)। কারণ, এরা অতি উচ্চ মর্যাদার অধিকারী।


এ সম্পর্কিত আরও দু’আ...